দেশে ধর্ম বিদ্বেষ চরমে-বলতে পারেন বাংলাদেশে এই ফেইজটার স্বর্ণযুগ চলছে।ধর্ম বিদ্বেষীরা সেল্টার পাচ্ছে, মানুষকেও সহ্য করতে হচ্ছে।তার মধ্যে আবার সহ্যকারীরা জ্ঞান আর শক্তিতেও মিসকিন।তাই পারছে না লড়তে বা পারছে না উপযুক্ত জবাব দিতে।
‘সিদরাতুল মুনতাহা’ নাম দিয়ে দেখলাম একটা তামাশামাখা পোষ্ট ঘুরে বেড়াচ্ছে।তাতে লেখা ‘সিদরাতুল মুনতাহা’ এর অর্থ ‘বরই গাছ’,আর তাচ্ছিল্য করে লেখা-মানুষ বরই গাছ নাম রাখতে পারে কিন্তু ভালো বাংলা ‘প্রজ্ঞা’ বা ভালো কোন বাংলা নাম রাখতে পারে না।এই বরই গাছ রাখছে শুধুমাত্র সেটা আরবি বলে!
গতকালই আমি একটা স্ট্যাটাস দিয়েছলাম,যে যারা নিজ ভাষাকে ভালোবাসে তারা সব ভাষাকেই ভালোবাসে।কোন ভাষাকে ঘৃণা করে না।বলতে দ্বিধা নেই এখানে এই বিদ্রুপপূর্ণ পোষ্টটার ইংগিত মুসলিমদের দিকে,কারন কোরআন হাদিস আরবি ভাষায়!
দেখেন এই ‘বাংলাপ্রেমী’ উজবুকদের মূর্খতা কি রকম! ভাই আপনি যখন শহীদ মিনারে জুতা ছাড়া বেদিতে উঠেন,কেন? এটাতো ইটের পাথুরে কাঠামো! এখানে শ্রদ্ধা দেখান কেন? বলবেন,এটা রুপক অর্থে আমরা শহীদদের শ্রদ্ধা করি! তাহলে ওই নামটা শুধুই বড়ই গাছ?এর অন্তর্নিহিত অর্থ বুঝেন বা ধারণ করতে পারবেন? তাহলে সেই নাম রাখলে আপনার চুলকানি কেন?
ঠিক এই কারণেই বাংগালীদের আয়োডিনযুক্ত লবন খেতে বলি! আজকে আরেকটা নির্দেশিকাও যোগ করছি,নারায়ণগঞ্জ এর আড়াইহাজারের খাউজানির ‘পাগলা মলম’ লাগান! আর আমি জাফর ইকবাল না,তবু এদেরকে দেখলে গড়গড় করে বমি চলে আসে,এরা না জানে ভাষা, না রাখে দেশ প্রেম, আর না রাখে ধর্মজ্ঞান!