পুরুষ মানুষ মানে একেকটা আত্মপ্রতারক!

Share with you friend's

পুরুষ মানুষদের ক্ষেত্রে একটা ডার্ক ট্রুথ আছে। সেটা কেউ টের পায় অনেক আগে,কেউ মধ্য বয়সে কিংবা শেষ বয়সে! কিন্তু এই রিয়েলাইজেশন তার আসবেই!
সেই সত্যটা হলো,পুরুষ মানুষ কখনোই কারো সেই ‘আপন’ মানুষ হয় না,যে স্বরুপটাকে সে ‘আপন’ মনে করে! জীবন চলার পথে মাঝে মাঝে সে এই আপন ফিলটা পায় হয়তো,কিন্ত তা বেশিরভাগ ক্ষেত্রেই ভ্রম থাকে!
আসলে যতটুকুই তার চারপাশের মানুষ তাকে আপন ভাবে বা আপন করে নেয়,সেটা অনেকটা বিনিময়ের জন্য-কারো জীবনের নিরাপত্তা, কারো আর্থিক নিরাপত্তা, কারো পরিচয়ের বিনিময়ের মাধ্যম! আবুল হায়াতের ভাইরাল হওয়া কথার মতো সত্যিই পুরুষ প্রথম জীবনে অন্যের জীবনের জন্য কুকুরের মত দৌঁড়ায়,মধ্য বয়সে গাধার মতো খাটে আর শেষ জীবনে বানরের মতো বাঁচে! টাইলস আসার আগে মোজাইক জনপ্রিয় ছিলো,যারা দেখেছেন তারা বুঝবেন।মোজাইককে সমান ও চকচকে ভাব আনার জন্য একধরনের পাথর ব্যবহার করা হতো।মোজাইক দেয়ার পর তার উপর উপর্যুপরি ঘষার শেষে মোজাইকের সুন্দর্য্য ফুটে উঠতো,কিন্তু সে পাথরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে ছোট হয়ে যেতো।পুরুষ মানুষটা ঠিক ওই পাথরটার মতোই,অন্যের জীবন ঘষে সে উজ্জ্বল করে কিন্তু ধীরে ধীরে সে নিঃশেষ হয়ে যায়, ক্ষয়ে যায়!
কিন্তু এই ক্যারেক্টারের মতো কনফিউজড ক্যারেক্টার দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই।এর মূল কারন হলো,সে তার ‘সওদা’ বুঝেও বা এই রিয়েলাইজেশন আসার পরও অন্যের জীবনের পথ থেকে নিজেকে সড়িয়ে নেয় না! তার সাথে হওয়া অন্যায় বা প্রতারনার প্রতিবাদ হিসাবে সে সাময়িক প্রত্যাহার বা মন খারাপকে বেছে নেয়। কিন্তু তার প্রতারক চিনেও সে ‘ভিক্টিম’ হিসাবেই জীবন পার করে দেয়!মানে পুরুষ মানুষ মানে একেকটা আত্মপ্রতারক!

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 Mohammadfakhrulislam.com  | All rights reserved

Developed By: