বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে শিক্ষার্থীদের নিয়ে আজ ২০শে মার্চ (শনিবার) ক্যারিয়ার শীর্ষক প্রোগ্রাম “Career Talk” অনুষ্ঠানটি সন্ধ্যা ৭.৩০ টার দিকে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে স্পিকার হিসেবে ছিলেন মোঃ ফখরুল ইসলাম। সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এবং সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল। Founder & CEO HR Perception প্রোগ্রামটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মৌসুমী সুলতানা ও প্রভাষক তমাল চক্রবর্তী। এছাড়াও প্রোগ্রামটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক তোতা মিয়া।
 
								 
															



 Views Today : 2
 Views Today : 2 Views Last 7 days : 126
 Views Last 7 days : 126 Total views : 4168
 Total views : 4168
Add your first comment to this post