বিশ্ব এখন হাতের মুঠোয়। তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যাধুনিক করে তুলছে পুরো বিশ্বকে। আর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে সবার। দেশের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ সব খাতেই রয়েছে প্রযুক্তির ছোঁয়া। করোনায় পৃথিবী থমকে গেলেও ভার্চুয়ালি চলছে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় আমাদের দেশের জন্য কতটা উপযোগী, সেটির সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে।
রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের মতো উদ্যান খুবই আশাব্যঞ্জক। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এর বাস্তবায়ন ও সুফল পাওয়া কঠিন। এক্ষেত্রে দরকার শিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটা চৌকস সমন্বয়। আমাদের দেশের তথ্যপ্রযুক্তি কিংবা মোবাইল নেটওয়ার্ক এখনও আশাব্যঞ্জক নয়। শহরাঞ্চল আর গ্রামাঞ্চলের মধ্যে প্রযুক্তিগত উন্নয়নের বিস্তর ফারাক রয়েছে।
তাছাড়া শিক্ষকদের মাঝে প্রযুক্তি নির্ভর ক্লাসের ভীতি ও দক্ষতার অভাব রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের বিস্তার ও মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজ আরও সহজলভ্য করার উদ্যোগ নিতে হবে। এছাড়াও, বিভিন্ন অনুষদের জন্য কাস্টমাইজড এবং সুসংগঠিত লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ভার্চুয়াল মেশিন (ভিএম) বাস্তবায়ন ও কার্যকর করতে পারলে ভার্চুয়াল ক্লাস নির্ভর শিক্ষার সম্ভাবনা দেখি।
Add your first comment to this post